বিজয় বসাকের অভিনব প্রচারণা : বাবারে নারীদের হয়রানি করিসনা-ইতি তোর মা

বাংলাদেশ পুলিশ এখন দারুণ সব কাজ করছে । অনেকেই  পুলিশকে একসময় সাধারণ মানুষের প্রতিপক্ষ ভাবতেন ! সময় বদলেছে, এখন উল্টো সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টায় নানা রকম ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে তারা ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর ডিসি নর্থ বিজয় বসাক দাদার  সাথে প্রথম পরিচয়ে তার চিন্তা ভাবনা দেখে চমকে উঠেছিলাম । পুলিশকে সাধারণের বন্ধু বানানোর নানা উদ্যেগের কথা বলেছিলেন আলাপচারিতায় ।

আজ তেমনই এক উদ্যোগ বাস্তবায়নে তিনি মাঠে নেমে পড়লেন তার দলবল সহ । পাবলিক যানবাহনে মহিলা যাত্রীদের নানা রকম হয়রানির শিকার হতে হয় । আর এরকম হয়রানি বন্ধ করতে অভিনব সব স্টিকার তৈরি করেছেন তারা । কোনোটাতে মেয়ে বাবাকে চিঠি লিখেছে, আব্বা, আমিও কিন্তু একদিন একা বাসে উঠব- ইতি তোমার মেয়ে । 


আরেকটা চিরকুটে লিখা- বাবারে, নারীদের হয়রানি করিস না-ইতি তোর মা ।
স্ত্রী তার স্বামীকে লিখেছেন, শুধু আমাকে না সব নারীকে সম্মান করো-ইতি তোমার স্ত্রী ।
বোন লিখেছে, ভাইয়া বাসের নারী যাত্রীদের দিকে তাকানোর সময় আমার কথা মনে রাখবে-ইতি তোমার বোন । 


উত্তর বিভাগ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ এমন চমৎকার এবং অভিনব উদ্যোগ নিয়ে সাধারন মহিলা যাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য ।

আসুন সবাই মিলে জোরে আওয়াজ তুলি। আমাদের স্ত্রী, কন্যা, বোনদের নিরাপদ রাখি ।

No comments:

Post a Comment

Pages