আমি একজন সেলসম্যান : তানভীর শাহরিয়ার রিমন

একুশে বইমেলায় আদর্শ প্রকাশনী থেকে বের হচ্ছে আমার নতুন বই ।

সেলসম্যানদের সংগ্রাম, চাকরি জীবনে বিক্রয় চাপ সামলে তাদের এগিয়ে যাওয়ার অনেক উদাহরণ আমি নিজে চোখে দেখেছি । আবার সেই চাপ সইতে না পেরে ভেঙ্গে পড়তে দেখেছি অনেককে । এই বইটিতে আমার অনেক বাস্তব অভিজ্ঞতা একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চেয়েছি ।

কর্পোরেট সংস্কৃতিতে যারা অভ্যস্থ, যারা সেল্স পেশায় আছেন, যারা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগীয় প্রধান, অথবা শীর্ষ কর্মকর্তা এই বইয়ে তারা নিজেদের খুঁজে পাবেন । যারা নতুন, ক্যারিয়ার মাত্র শুরু করেছেন কিংবা চাকরি খুঁজছেন এই গল্প তাদেরও । এমনকি যারা তরুণ উদ্যেক্তা, টিম তৈরী করতে মুখিয়ে আছেন তারাও খুঁজে পাবেন ভিন্ন স্বাদ ।

জীবনে টাকা পয়সা অর্জনের বাইরে আরো অনেক কিছু করার আছে আমাদের । যারা নিজেদের জীবনের উদ্দেশ্য খোঁজ করছেন । মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়ার কথা যারা ভাবছেন, এই বই তাদের জন্য বিশাল অনুপ্রেরণা হবে, এ আমার বিশ্বাস ।

নিচের দেয়া লিংকে ক্লিক করে বইটি প্রিঅর্ডার করতে পারবেন রকমারিতে ।

https://www.rokomari.com/book/195524/ami-ekjon-salesman- 
 


No comments:

Post a Comment

Pages