বৃষ্টির মাঝে প্রকৃতি দেখার আলাদা একটা মজা আছে যেমন আনন্দ আছে পাহাড় চূড়ায় বসে মেঘ দেখার, মিহি তুলার মতো মেঘ উড়ে উড়ে চলে, হাত বাড়িয়ে ধরতে গেলে মিইয়ে যায় -ভীষণ মজার খেলা ! শুক্রবার দুপুরে রিসোর্টে ঢুকেই আমার স্ত্রী সন্তানরা যখন ওয়াও বলল, বুলবুল সাহেবের (টর্নেডো) চোখ রাঙানী উপেক্ষা করে বান্দরবান আসার সার্থকতা খুঁজে পেলাম ।
শনিবার সকালে ব্রেকফাস্ট শেষে আমার স্ত্রী বলল, চলো, নীলগিরি ঘুরে আসি !
-নীলগিরি ! এই ঝড় ঝাপটার মাঝে ? চোখ উল্টে বললাম ।
-হ্যাঁ, সমস্যা কোথায় ? আমি অলরেডি একটা গাড়ীর সাথে কথা বলছি । জিপ গাড়ী । আপডাউন সাড়ে চারহাজার টাকা নেবে ।
-সাড়ে চারহাজার টাকা ? ২১ কিলোমিটার যাব আবার আসব তাতে এতো টাকা ! দাঁড়াও আমি ঠিক করছি ।
একজন বেলবয়কে সামনে পেয়ে জিজ্ঞেস করলাম, ভাই ফ্যামিলি নিয়ে নীলগিরি যাব, একটা গাড়ী ঠিক করে দাও ।
-স্যার সমস্যা নাই, জাহাঙ্গীর ভাই নিয়া যাবে । খুব ভালো ড্রাইভার । মাহিন্দ্র চালায় ।
-তা কত নেবে ?
বেলবয় সাথে সাথে মোবাইলে ফোন করল জাহাঙ্গীর ভাইকে । কথাবার্তা বলে বলল, স্যার আপডাউন আড়াই হাজার টাকা নিব । খুব ভালো ড্রাইভার স্যার !
আমি খুশি হয়ে গেলাম । বউকে বল্লাম দেখছ, ২ হাজার টাকা সেভ করছি । তোমাকে তো ঠকাই দিছিল !
যাই হোক দুপুরে লাঞ্চ করে বৃষ্টি মাথায় নিয়ে রিসোর্ট থেকে বের হয়ে আমি মাহিন্দ্রা জিপ খুঁজতে লাগলাম । কিন্তু কোথাও পেলামনা । এমন সময় সেই বেলবয় এগিয়ে এসে বলল, স্যার এই যে আপনাদের গাড়ী রেডি । উঠে পড়েন জলদি ।
আমি তো ভড়কে গেলাম । আরে এটা তো সিএনজি ? তুমি না মাহিন্দ্রা ঠিক করেছ !
-স্যার এটাই তো মাহিন্দ্রা । মাহিন্দ্রা সিএনজি । এক্কেবারে পঙ্কিরাজের মতো চলে । আর জাহাঙ্গীর ভাই সেই রকম এক পাইলট । উড়াই নিয়া যাবে আপনাদের ।
এমনিতেই আঁকাবাঁকা পথ । তারউপর জিপের জায়গায় সিএনজি ! আমি বেকে বসলাম-আরে না , সিএনজিতে আমি যাবনা । প্রোগ্রাম কেনসেল ।
এমন সময় জাহাঙ্গীর ভাই হাসি মুখে এগিয়ে আসলেন-স্যার, আপনি উঠেন । ভয় পাইয়েন না স্যার । এই মনে করেন সবকয়টা বাঁক আমার মনে করেন যে মুখস্থ । আপনি আসার পর বলবেন, আমি কেমন চালাই !
আমার স্ত্রী একটু ব্যঙ্গাতক চাহনি দিয়ে বলল, ছাগলের দাম দিয়ে কী আর গরু কেনা যায় । চলো চলো, পরে অন্ধকার হয়ে গেলে কিছু দেখা যাবেনা ।
সে বাচ্চাদের নিয়ে মাহিন্দ্রায় উঠে বসল ।
আমিও আমতা আমতা করে উঠলাম ।
জাহাঙ্গীর ভাই গাড়ীর স্টার্ট দিলেন । বৃষ্টির মাঝে পিচ্ছিল পথ । বেশ সাবধানে তিনি চালাতে লাগলেন ।
কিছুদূর যাওয়ার পর রাস্তার ডান পাশে দেখলাম একটা সিএনজি দাঁড়িয়ে আছে ।
জাহাঙ্গীর ভাই ওই ড্রাইভার কে জিজ্ঞেস করলেন, কী অইয়েদে ? থিয়াই কা রইয়ুছ ?
-ব্যাডা, গিয়ারর তার ছিঁড়ি গিয়্যে ...
এবার জাহাঙ্গীর ভাই আমাদের গাড়িটি সাইট করে নিজে তার কাছ থেকে তার বের করে বললেন, ধর, ইবা লাগাইয়েরে তাড়াতাড়ি যও গই ...
এভাবে আরো কিছুদূর যাওয়ার পর দেখলাম একটা চাঁন্দের গাড়ী, রাস্তার একটা গর্তের মধ্যে গাড়ীর একটা চাকা পড়ে গেছে । জাহাঙ্গীর ভাই বললেন, স্যার দুইটা মিনিট দেন, আসতেছি স্যার ।
তিনি দৌড়ে গিয়ে চাঁন্দের গাড়ীর চাকা তুলতে কাজে লেগে গেলেন । একটা বাঁশ নিয়ে এসে চাকার নিচে দিতেই দেখলাম গাড়ীটা গর্ত থেকে বের হয়ে গেছে ।
আমি মুগ্ধ হয়ে দেখলাম তার কাজ । তিনি এসে বললেন, সরি স্যার, একটু দেরী হয়ে গেল ।
-আমি স্মিত হেসে বললাম, না না ঠিক আছে ভাই ।
নীলগিরির কাছাকাছি পৌছে যাচ্ছি এমন সময় দেখলাম একটা ট্রাক এমন ভাবে রাস্তার পাশে পার্ক করেছে যে রীতিমতো দুদিক থেকে জ্যাম লেগে গেছে । কিন্তু আমার কেন জানি মনে হলো, এই সমস্যাও বেশিক্ষণ থাকবেনা ।
ঠিকই জাহাঙ্গীর ভাই নেমে গেলেন ট্রাফিক সার্জেন্ট এর ভুমিকায় । প্রায় দশমিনিটে তার দারুণ দক্ষতায় দেখলাম রাস্তা ক্লিয়ার হয়ে গেছে ।
আমরা নীলগিরি পৌছে সেখানে ঘন্টাখানেক সময় কাটিয়ে যখন ফিরব তখন রীতিমতো অন্ধকার হয়ে গেছে । তার মাঝে শুরু হয়েছে দমকা বাতাস সহ বৃষ্টি । আমরা মাহিন্দ্রায় চেপে ফিরছি রিসোর্টে । কিছুদূর যাওয়ার পর দেখলাম মেঘ ভাসছে রাস্তায়, দুচারহাত দূরের কিছুও দেখা যাচ্ছেনা । কিন্তু আমার কোনো ভয় কাজ করছেনা । এই পরোপকারী জাহাঙ্গীর ভাইয়ের উপর আমার কেন জানি দারুণ বিশ্বাস তৈরি হয়েছে । যিনি বিনা স্বার্থে আসার পথে এতো গুলো মানুষের উপকার করেছেন তিনি আমাদের কোনো বিপদে ফেলবেন না সে আমি নিশ্চিত । আমি চোখ বন্ধ করে বৃষ্টির শব্দ উপভোগ করতে করতে একসময় রিসোর্টে এসে পৌছি ।
গাড়ী থেকে নেমে ভাড়া মিটিয়ে তাকে বাড়তি কিছু টিপস দিই । তিনি বলেন, স্যার বাড়তি টাকা দিলেন কেন ?
আমি হেসে বলি, জাহাঙ্গীর ভাই , আপনাকে আমার খুব পছন্দ হয়েছে । শুধু বান্দরবানে নয়, আমার ধারনা পুরো পৃথিবীতে আপনার মতে পরোপকারী মানুষ বড় বিরল ! আপনি যেভাবে মানুষকে যেচে পড়ে সাহায্য করেন , এই জিনিসটা কখনো ছাড়বেননা । আপনার কাছ থেকে আজ অনেক কিছু শিখেছি আমি । জীবনে কাজে লাগাতে চেষ্টা করব ।
আমি তাকে অনুরোধ করি-ভাই আপনার একটা ছবি তুলতে চাই ! কোনো অসুবিধা আছে ?
লজ্জা পাওয়ার ভঙ্গী তে না স্যার বলেই তিনি পকেট থেকে চিরুনী বের করে চুলের সিথি ঠিক করলেন তারপর অন্ধকারের মাঝে একজনকে বললেন মোবাইল টর্চ লাইট থেকে আলো ফেলতে তার মুখে ।
সেই লোক এসে আলোফেললেন, আমি অসম্ভব পরোপকারী এক সুখী মানুষের উজ্জ্বল মুখ দেখতে পেলাম । আমার মোবাইল ক্যামেরায় তার সেই ছবি তুলে তার সাথে হাত মেলালাম ।
আমার কেন জানি বিশ্বাস করতে ইচ্ছে হলো, এই বান্দরবানের পাহাড়ী আঁকা বাঁকা পথে গাড়ী চালাতে কোনো চালক ভয় পায়না । তারা জানে কোনো সমস্যা হলে, পথে কোনো বিপদ হলে সেখানে ঠিকই হাজির হয়ে যাবেন জাহাঙ্গীর ভাই । মাহিন্দ্রা থামিয়ে জিজ্ঞেস করবেন
-ওডা কী অইয়েদে ? থিয়াই কা রইয়ুছ ?
-ব্যাডা, গিয়ারর তার ছিঁড়ি গিয়্যে ...
জাহাঙ্গীর ভাই তার গাড়িটি সাইট করে গিয়ারের তার বের করে বলবেন, ধর, ইবা লাগাইয়েরে তাড়াতাড়ি যও গই ...
আমি চলে যাচ্ছি । হঠাৎ পেছন থেকে জাহাঙ্গীর ভাই আমাকে ডাক দিলেন ।
স্যার, আপনাকে একটা কথা বলব যে ...
-বলেন বলেন ভাই
-স্যার আপনার আর আপনার পরিবারের জন্য অনেক দোয়া স্যার । আমাকে তো সবাই তুমি-তামি করে, আপনি স্যার আমাকে ভাই ডাকছেন, আপনি বলছেন । আমি স্যার খুব খুশি স্যার...!
বৃষ্টির ঝাপটাটা ততক্ষনে থেমে গেছে । আকাশে একদল মেঘ পূব থেকে পশ্চিমে দৌড়ে যাচ্ছে । আমি মেঘের পেছন পেছন হাটতে থাকি । মেঘের দিকে তাকিয়ে নিজেকে খুব ক্ষুদ্র মনে হচ্ছে আমার । যে সিএনজিতে চড়তে চাইনি আমি সেই সিএনজি চালক জাহাঙ্গীর ভাই কতকিছু শিখালেন আমাকে...!
পুনশ্চ : কেউ বান্দরবান থেকে কোথাও বেড়াতে যেতে চাইলে চোখ বন্ধ করে জাহাঙ্গীর ভাইকে কল করতে পারেন । তিনি তার পঙ্কীরাজে করে আপনাদের নিরাপদে গন্তব্যে পৌছে দেবেন । যাওয়া আসার পথে হয়ত অনেক অমূল্য কিছু শিখাবেন । হয়ত বদলে দেবেন জীবন সম্পর্কে আপনার আমার ধারণা ।
জাহাঙ্গীর ভাই -01868172408
যে সিএনজিতে চড়তে চাইনি আমি সেই সিএনজি চালক জাহাঙ্গীর ভাই কতকিছু শিখালেন !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment