ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ফল সেমিস্টারের অরিয়েনটেশন বক্তা হিসাবে কথা বলেছি আজ । আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এবং VUCA ওয়াল্ড এর নানামুখি চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের প্রস্তুতির নানা বিষয় নিয়ে আমার বক্তব্য উপস্থাপন করি ।
সফলতা খোঁজার আগে তরুণদেরকে জীবনের পারপাস নির্ধারণ করতে বলি ।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর মো: সেকান্দর খান, জাপান এর অনারারি কনস্যুল জেনারেল মো: নুরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক সৈয়দ শফিক উদ্দীন সহ বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান এবং অন্যান্য মেম্বার সহ প্রায় ৩০০ শতাধীক নবীণ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন এই আয়োজনে ।
জীবনের পারপাস ঠিক করতে হবে সবার আগে : ইডিউতে তানভীর শাহরিয়ার
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment