একজন কামাবে আর দশজন বসে খাবে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে : ডিওয়াইডিএফ সম্মেলনে রিমন

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। ইউরোপের সঙ্গে বৃটেনের বেক্সিট বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে । এর রেশ ধরে আবার বিশ্ব অর্থনৈতিক মন্দা ফিরে আসতে পারে । দশবছর আগে যখন বিশ্বমন্দা হয়েছিল বাংলাদেশের অর্থনীতিতে তখন খুব একটা প্রভাব পড়েনি কারন তখন বিদেশ থেকে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো অব্যাহত রেখেছিলেন । এবং তখন আমাদের রপ্তানীও ততটা বেশি ছিলনা ।


 এবার কী হবে সেটা সময় বলবে, তবে একজন কামাবে আর দশজন বসে খাবে সেই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে । আমাদের

বেকার হাতগুলোকে জিএনআইতে কন্ট্রিবিউটরের ভূমিকায় আনতে হবে ।  

অনেক তরুণ স্টার্টআপ শুরু করতে চান । কিন্তু কেবল আইডিয়া নিয়ে ভিজিটিং কার্ড বানিয়ে সিইও লিখে তো আর সফল স্টার্টআপ উদ্যোক্তা হওয়া যায়না । এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা । যে সেবাটি প্রচলিত নয়, কিন্তু চালু হলে মানুষের কল্যাণ হবে, এমন আইডিয়া নিয়ে স্টার্টআপ করলে সফল হবার সম্ভাবনা বেশি থাকবে ।  

গতকাল ডিওয়াইডিএফ এর তরুণ উদ্যোক্তা সম্মলনে এসব বিষয় নিয়ে কথা বলি । প্রায় তিনশতাধিক তরুণদের উপস্থিতিতে জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মলনে চট্টগ্রাম ছাড়াও, কুমিল্লা, ফেনি, নোয়াখালী থেকে বেশ কিছু তরুণ উদ্যোক্তা অংশগ্রহন করেন ।


1 comment:

  1. ভাইয়া তরুণ প্রজন্মের নেতৃত্ব দিতে আপনাকে আমাদের নেতা হিসেবে চাই

    ReplyDelete

Pages