সানরাইজ সোশ্যাল ফাউন্ডেশন এর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ২০ টি সামাজিক সংগঠনের অংশগ্রহনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ আলোচকের বক্তব্যে সাম্প্রতিক নানা সামাজিক অবক্ষয় নিয়ে কথা বলতে গিয়ে উপরে বর্ণিত বিষয় গুলো তুলে ধরার চেষ্টা করি ।
আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের দেশের ১৭ কোটি মানুষের মাঝে অধিকাংশ মানুষই ভালো মানুষ । কিন্তু এই ভালো মানুষগুলো নগণ্য কিছু কালো (খারাপ) মানুষদের ভয় পায় কারন খারাপ মানুষগুলো সংঘবদ্ধ আর ভালো মানুষরা বিচ্ছিন্ন । যেদিন ভালো মানুষদের একটা বিশাল চেইন আমরা তৈরী করতে পারব সেদিন মন্দ লোকগুলো ভোঁদৌড় দিয়ে পালাবে ।
-তানভীর শাহরিয়ার রিমন
Unique discussio. Thanks brother.
ReplyDeleteখারাপ মানুষগুলো সংঘবদ্ধ আর ভালো মানুষরা বিচ্ছিন্ন । যেদিন ভালো মানুষদের একটা বিশাল চেইন আমরা তৈরী করতে পারব সেদিন মন্দ লোকগুলো ভোঁদৌড় দিয়ে পালাবে এই পন্থাটি আসলেই কার্যকরী হবে বলে মনে করি।
ReplyDelete