নিয়মিত ভালো কাজ করার অভ্যাস তৈরী করতে হবে

মানুষের আসলে দুটো সত্ত্বা ! একটা আলোর, একটা কালোর !! আলোটা যদি ফেরেশতা হয় তবে কালোটা নি:সন্দেহে শয়তান । আমরা যতক্ষন আলোর সত্ত্বাটাকে ফিড করাতে পারছি, নিয়মিত যত্ন নিচ্ছি ততদিন আমরা মানুষ থাকছি ! যখন আমাদের কালোর সত্তাটা শক্তিশালী হয়ে উঠে, আমরা তখন দানবে পরিণত হই । এখন মানুষ হিসাবে আমাদের সবার চেষ্টা করা উচিত আলোর সত্ত্বাটাকে সবসময় জাগ্রত রাখার । এবং সেটা তখনই সম্ভব যখন আমরা নিয়মিত ভালো কাজ করার অভ্যাস তৈরী করব । মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াব । এবং সারা দেশে আলোর মানুষদের একটা বড় চেইন তৈরী করব...! 

সানরাইজ সোশ্যাল ফাউন্ডেশন এর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ২০ টি সামাজিক সংগঠনের অংশগ্রহনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ আলোচকের বক্তব্যে সাম্প্রতিক নানা সামাজিক অবক্ষয় নিয়ে কথা বলতে গিয়ে উপরে বর্ণিত বিষয় গুলো তুলে ধরার চেষ্টা করি । 


আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের দেশের ১৭ কোটি মানুষের মাঝে অধিকাংশ মানুষই ভালো মানুষ । কিন্তু এই ভালো মানুষগুলো নগণ্য কিছু কালো (খারাপ) মানুষদের ভয় পায় কারন খারাপ মানুষগুলো সংঘবদ্ধ আর ভালো মানুষরা বিচ্ছিন্ন । যেদিন ভালো মানুষদের একটা বিশাল চেইন আমরা তৈরী করতে পারব সেদিন মন্দ লোকগুলো ভোঁদৌড় দিয়ে পালাবে । 


-তানভীর শাহরিয়ার রিমন 

2 comments:

  1. Unique discussio. Thanks brother.

    ReplyDelete
  2. খারাপ মানুষগুলো সংঘবদ্ধ আর ভালো মানুষরা বিচ্ছিন্ন । যেদিন ভালো মানুষদের একটা বিশাল চেইন আমরা তৈরী করতে পারব সেদিন মন্দ লোকগুলো ভোঁদৌড় দিয়ে পালাবে এই পন্থাটি আসলেই কার্যকরী হবে বলে মনে করি।

    ReplyDelete

Pages