খোদাভীতি যখন উঠে যায় তখন শুধু রোজা ভাঙা নয়, তারচেয়ে বড় পাপ করতেও দ্বিধা করেনা মানুষ : তানভীর শাহরিয়ার ।

অফিস থেকে বের হবার প্রস্তুতি নিচ্ছি এমন সময় আমার ছেলে তেহজীবের ফোন
-বাবা, আজকে ইফতারিতে কেএফসি খেতে ইচ্ছে করছে !
-ঠিক আছে, বাবা আসার সময় নিয়ে আসব ।

যথারীতি বাসায় ফেরার পথে জিইসির নতুন কেএফসিতে গেলাম । সেখানে গিয়ে তো আমার চোখ ছানাবড়া !

রীতিমতো হাউসফুল । কাস্টমারদের অধিকাংশই বয়সে তরুণ । আমার ছেলের চেয়ে বয়সে ৭/৮ বছরের বড়ই হবে ওরা । কিছু মাঝ বয়সি লোকও দেখলাম । ও হ্যা ,ভালো কথা , আমার ছেলের বয়স গেল ফেব্রুয়ারিতে ১২ হলো ।

তো দেখলাম ছেলেমেয়ে গুলো ইফতারির সময়ের অপেক্ষা না করেই রীতিমতো ফ্রাইড চিকেনের উপর হামলে পড়েছে ! বিন্দাছ খাচ্ছে !

ঘড়িতে তখন ৫.১৫ বাজে । আমি আমার টেকওয়ে ওর্ডার প্লেস করতে করতে জানতে চাইলাম , রমজানে কী আপনারা রেস্টুরেন্ট এ খাবার পরিবেশন করেন ?

ওয়েটার হ্যা সূচক উত্তর দিলেন । সাথে যোগ করলেন,রমজানে মাশাল্লাহ সেল খুব ভালো । দুপুরে আজকে ৩৮ হাজার সেল হইছে । নরমালি এ সময়ে ৮/১০ হাজার হইতে কষ্ট হয় !

আমি হাসলাম । বললাম , কনগ্রেটস ! এবার নিশ্চয়ই মালিক পক্ষ ভালো ইনসেনটিভ দেবে !

দুনিয়ার এসব ইনসেনটিভ নিয়ে সবাই এতই ব্যস্ত যে খোদাভীতি বলে যে একটা কিছু আছে তা মানুষজন প্রায় ভুলেই গেছে ।

আমার ছেলে ৮ বছর বয়স থেকে সবকটি রোজা রাখছে ভীষণ সচেতনতায়, সম্পূর্ণ নিজের ইচ্ছায় । রমজানে নিয়মিত কোরআন পড়ছে , পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে । আমার মেয়েটাও ৭ বছর বয়সে এ রমজানে একটি রোজা রেখেছে ।

আমি তাদের অনুপ্রাণিত করি । খোদাভীতি শিখাই ।

যখন এই ভীতিটা মানুষের উঠে যায় তখন সে শুধু রোজা ভাঙা নয় , তারচেয়ে বড় পাপ করতেও দ্বিধা করেনা ।

1 comment:

  1. As a good Leader, you are a aswm good father also... We are learning leadership at office & home from u...

    ReplyDelete

Pages