অফিসিয়ালী ভ্যারিফাইড হলো তানভীর শাহরিয়ার রিমন এর ফেসবুক আইডি
তরুণ কর্পোরেট ব্যক্তিত্ব, লেখক এবং অনুপ্রেরণাদায়ী বক্তা তানভীর শাহরিয়ার রিমন এর ব্যক্তিগত আইডি ভ্যারিফাই করেছে ফেসবুক কর্তৃপক্ষ ।পেয়েছেন তিনি ব্লু সাইন ব্যাজ । ফেসবুকে তার প্রায় অর্ধলক্ষ অনুসারি রয়েছেন ।
পেশাগত জীবনে তিনি দেশের একটি অন্যতম শীর্ষ আবাসন প্রতিষ্ঠানের সিইও হিসাবে দায়িত্ব পালন করছেন । এছাড়াতিনি সিলেট মেট্রোপলিটন চেম্বারের নির্বাচিত পরিচালক ।রোটারী ক্লাব অব এরিস্টোক্রেট এর সদ্য অতীত সভাপতি ।রাইজিং স্টার ক্রিকেট একাডেমির চেয়ারম্যান । তিনিভাটিয়ারী গল্ফ ক্লাবের আজীবন সদস্য । সিলেট ক্লাব লি., শাহীন গল্ফ ক্লাব , দি ইন্সটিটিউশন অব ইন্জিনিয়ার্স এর স্থায়ী সদস্য ।
তিনি তার ব্লু সাইন ভ্যারিফিকেশনের সংবাদে তার সকল
ফেসবুক বন্ধু এবং অনুসারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।
No comments:
Post a Comment